Principal Message Home
বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃকপরিচালিত দেশের ঐতিহ্যবাহী এবং স্বনামধ্য শিক্ষা প্রতিষ্ঠান বিএএফ শাহীন কলেজকুর্মিটোলা ঢাকা সেনানিবাসের এক মনোরম এবং সুনির্মল পরিবেশে অবস্থিত। একটি আদর্শশিক্ষাঙ্গন হিসাবে ইতোমধ্যে এই কলেজটি দেশব্যাপী ব্যাপক পরিচিতি লাভ করেছে। নগরজীবনের কোলাহল এবং যানজট মুক্ত,অরাজনৈতিক সম্পূর্ন নিরাপদ এক অনন্যশিক্ষা প্রতিষ্ঠানের নাম বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা। ১৯৭২ সালে “এয়ারফোর্স স্কুল” নামে এই প্রতিষ্ঠানটির পথচলাশুরু হয় এবং কালের পরিক্রমায় এটি সাফল্যের শীর্ষ সীমায় পৌছে যায়। সীমিত পরিসরে এরযাত্রা শুরু হলেও ধীরে ধীরে কলেবর বৃদ্ধি পেয়ে এটি এখন এক অনন্য উচ্চতার পূর্ণাঙ্গশিক্ষা প্রতিষ্ঠান। ১৯৮০ সালে এটির নামকরনকরা হয় “বিএএফ শাহীন স্কুল”। ১৯৮২ সালে এটিকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উন্নীত করা হয়এবং পুনরায় নামকরন করা হয় “বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা”। শিশু থেকে দ্বাদশ শ্রেণিপর্যন্ত বাংলা ও ইংরেজি ভার্সনে পাঠদান করা হয় এই শিক্ষা প্রতিষ্ঠানে।
বিমান বাহিনী কর্তৃক পরিচালিতসাতটি শাহীন কলেজের মধ্যে শিক্ষার গুণগত মান,ফলাফল এবং সহশিক্ষা কার্যক্রমের বিবেচনায় এটি অন্যতম এবং অদ্বিতীয়। এইপ্রতিষ্ঠানের প্রাণ হল শিক্ষা- সংযম- শৃঙ্খলা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারেরশিক্ষা মন্ত্রনালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা-এর অধীনেবাংলাদেশ বিমান বাহিনীর প্রত্যক্ষ তত্ত¡াবধানেপরিচালিত এই প্রতিষ্ঠানটি আদর্শ শাহীনের পদচারণায় মুখরিত থাকে। একঝাঁক দক্ষ, যোগ্য এবং অভিজ্ঞ শিক্ষকদের সরাসরি সান্নিধ্যে কোমলমতিশিক্ষার্থীদের শেখার এবং তাদের সুকমারবৃত্তির চর্চার অপূর্ব সুযোগ রয়েছে এখানে। এইপ্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থী যেন একজন আদর্শ মানুষ এবং সুনাগরিক হিসাবে সমাজ ওরাষ্ট্রে তাদের অবদান রাখতে পারে সেভাবেই তাদের তৈরি করা হয়। প্রতিটি শাহীন যেনমুক্ত, স্বাধীনও প্রগতিশীল চিন্তার ধারক ও বাহক হতে পারেএবং পরিমিত ও রুচিশীল জীবনবোধে অভ্যস্ত হতে পারে সেটা লক্ষ্য রেখে তাদের মাঝেমানবিক গুণাবলি বিকাশের সুযোগ সৃষ্টি করে থাকে অত্র প্রতিষ্ঠানটি। প্রাতিষ্ঠানিকশিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা,খেলাধুলা, সহশিক্ষাকার্যক্রম, দেশপ্রেমএবং মানবতাবাদের মহান শিক্ষার অবারিত দ্বার উম্মোচন করে দেয় এই প্রতিষ্ঠানটি।
শিক্ষার সকল সুযোগ এবং উপকরণেসমৃদ্ধ এই কলেজটিতে রয়েছে দৃষ্টিনন্দন এবং অত্যাধুনিক ভবন, ডিজিটালপ্রযুক্তিতে সমৃদ্ধ শ্রেণিকক্ষ,সিসি ক্যামেরা, একটিঅনন্য পাঠাগার, সুবিশালদুটি খেলার মাঠ, বিশালঅডিটোরিয়াম, বড়ক্যাফেটেরিয়া, বিজ্ঞানগবেষণাগার, কম্পিউটারল্যাব এবং অন্যন্য সকল সুযোগ সুবিধা। একাডেমিক ফলাফলে শিক্ষার্থীদের ব্যাপক সাফল্যএই কলেজটিকে দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠানে পরিণত করেছে। এই প্রতিষ্ঠানেরশিক্ষার্থীরা একদিকে যেমন পাবলিক পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখছে, অন্যদিকেউচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে নিজেদের মেধা ও যোগ্যতার পরিচয় দিচ্ছে। বুয়েট, মেডিক্যাল, পাবলিকবিশ্ববিদ্যালয়-সহ দেশের বাইরেও খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থীউচ্চশিক্ষা লাভের জন্য যোগ্য বিবেচিত হচ্ছে। আন্তঃশাহীন এবং জাতীয় বিতর্ক, গণিতঅলিম্পিয়ার্ড, বিএনসিসি, কুইজ,বিজ্ঞানমেলা, রোভারস্কাউট, গালর্সগাইড সহ নানাবিধ সৃষ্টিশীল কাজে অত্র কলেজের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ রয়েছেএবং এসব ক্ষেত্রে রয়েছে তাদের অভূতপূর্ব অর্জন। ২০২২ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত Science andInvention Fair এ স্বর্ণপদক অর্জন করে অত্র কলেজের একজন শিক্ষার্থী।এছাড়াও অতি সম্প্রতি জুলাই ২০২৪ এ1st South Asian School Combat Games-2024 এ ভারত,নেপাল, শ্রীলংকাও বাংলাদেশ তায়কোয়ানডো মার্শাল আর্টচ্যাম্পিয়নশীপ এ অংশগ্রহন করে,যেখানে দলগতভাবে বাংলাদেশের পক্ষে অত্র কলেজের মেয়েদের দল চ্যাম্পিয়ন ওছেলেদের দল রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।
এই কলেজের শিক্ষার্থীদের জন্যরয়েছে সুন্দর পরিবহন ব্যবস্থা। একটি শিক্ষা প্রতিষ্ঠান কতটা আধুনিক এবং উন্নত সেটাবুঝা যায় ঐ প্রতিষ্ঠানের ওয়েবসাইট (Website) দেখে। বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলায়রয়েছে একটি শক্তিশালী ও তথ্যসমৃদ্ধ ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমেই দেশের যে কোনপ্রান্ত থেকে যে কেউ অত্র প্রতিষ্ঠান সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেতে পারেন। এইওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি, বার্ষিককর্মপঞ্জি, পাঠ্যপুস্তুকতালিকাসহ অন্যান্য তথ্য নিয়মিত আপলোড করা হয়। আমি আশা করি ওয়েবসাইটটি শিক্ষক, শিক্ষার্থী-অভিভাবক সহ সকলের জন্য সুফল বয়ে আনবে। এই প্রতিষ্ঠানের সকলকে জানাচ্ছি আমারপ্রাণঢালা অভিনন্দন।
Translated Version...