Chairman Message Home /Chairman Message Page

এয়ার কমডোর মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক,
বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি

সভাপতি,

কলেজ পরিচালনা পরিষদ।

বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃকপরিচালিত "বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা'দেশের সুপরিচিত এবং খ্যাতনামা একটি শিক্ষা প্রতিষ্ঠান। দেশ স্বাধীনের পর ১৯৭২সালে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় ঢাকা সেনানিবাসের এক মনোমুগ্ধকর ও নয়নাভিরামপরিবেশে। ‘শিক্ষা-সংযম-শৃঙ্খলা’ এই মূলমন্ত্রকে ধারণ করে অপ্রতিরোধ্য গতিতে এগিয়েযাচ্ছে এই প্রতিষ্ঠানটি এবং বর্তমানে এটি দেশের উল্ল্যেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। অভিজ্ঞ এবং যোগ্য শিক্ষকদের নিবিড় পরিচর্যায়কোমলমতি শাহীন শিক্ষার্থীদেরকে প্রকৃত দেশপ্রেমিক, আদর্শবান,সুশৃঙ্খল এবং সৎ মানুষ হিসাবে গড়ে তুলতে এই প্রতিষ্ঠানটি সচেষ্ট এবংপ্রতিশ্রুতিবদ্ধ। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি জীবন ও কর্মমুখী শিক্ষা, সহশিক্ষাকার্যক্রম এবং বিভিন্ন ক্লাব ও সেবামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণনিশ্চিতকরণে উক্ত প্রতিষ্ঠান নিরলস চেষ্টা করে যাচ্ছে। একটি আদর্শ এবং আধুনিকশিক্ষা প্রতিষ্ঠানের যেসকল বৈশিষ্ট্য থাকা দরকার তার সবগুলিই রয়েছে অত্র কলেজটিতে। শিক্ষার মান, ফলাফল, শৃঙ্খলা  এবং বহুমাত্রিকসাফল্যের এক অনন্য পাদপীঠে পরিনত হয়েছে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা।শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের নিবিড় মেলবন্ধনে অত্র প্রতিষ্ঠানেরশিক্ষার্থীদের মানবিক গুণাবলি অর্জনের পথ সুগম হচ্ছে। আমি আশা করি দেশপ্রেম চেতনায়উজ্জীবিত হয়ে দেশ সেবার মহান ব্রত নিয়ে শিক্ষার্থীরা নিজেদের সুনাগরিক হিসাবে গড়েতুলবে এবং অত্র প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখবে। বাংলাদেশ বিমান বাহিনীরপ্রত্যক্ষ তত্ত্বাবধানে অত্র প্রতিষ্ঠানের নান্দনিক অবকাঠামোসহ প্রাতিষ্ঠানিক  যেসকল উন্নয়নসূচিত হয়েছে সে ধারাবাহিকতা অটুট থাকবে বলে আমি বিশ্বাস করি। এজন্যশিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

 

বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলায়রয়েছে উচ্চ প্রযুক্তি এবং আধুনিক সকল সুযোগ সুবিধায় সমৃদ্ধ একটি কলেজ ভবন, মাল্টিমিডিয়াশ্রেণিকক্ষ। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে স্কুল পর্যায়ে বাংলা ও ইংরেজি ভার্সনেপ্রভাতী ও দিবা শাখা চালু রয়েছে। কলেজের বহুমাত্রিক কার্যক্রমকে ত্বরান্বিত ওবেগবান করার জন্য কলেজ অধ্যক্ষউপাধ্যক্ষ (প্রশাসন),উপাধ্যক্ষ ( শিক্ষা) এবং কলেজ এ্যাডজুটেন্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়াওপ্রাথমিক, মাধ্যমিকও ইংরেজি ভার্সনের একাডেমিক কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য শাখা প্রধানদেরদায়িত্ব দেয়া হয়েছে। কলেজের সার্বিক শৃঙ্খলা তত্ত্বাবধান করার জন্য রয়েছে একটিশৃঙ্খলা কমিটি। অত্র প্রতিষ্ঠানে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন অভিভাবকঅপেক্ষাগার, প্রাথমিকচিকিৎসা-কেন্দ্র, ওয়ানস্টপসার্ভিস সেন্টার, অত্যাধুনিকবিজ্ঞান গবেষণাগার, মানসম্মতক্যাফেটেরিয়া, বাস্কেটবলগ্রাউন্ড, শহিদমিনারসহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। কলেজের সার্বিক সৌন্দর্যবর্ধন ও অবকাঠামোগতউন্নয়নের কাজ চলমান রয়েছে। আধুনিক তথ্য প্রযুক্তির এ যুগে বিএএফ শাহীন কলেজকুর্মিটোলায় যে ওয়েবসাইটটি রয়েছে সেটি প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট সকলকে তথ্য প্রদানেসর্বাত্মক সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি