House Activities Home /House Activities Page

House Activities (BAFSK)


কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকার মধ্যে একতা ও সম্প্রীতি তৈরি করা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে দলবদ্ধভাবে উন্নতিসাধন, সহজে ও নির্ভুলভাবে কর্ম সম্পাদনের প্রচেষ্টা, সকল কাজে গতিশীলতা ও সুষ্ঠু প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করা এবং পড়াশুনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে ছাত্র-ছাত্রীদের উৎসাহ সৃষ্টি করা প্রভৃতি কাজের লক্ষ্যে কলেজের হাউস কার্যক্রম পরিচালিত হয়। কলেজের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা নবাব সিরাজ উদ দৌলা, কাজী নজরুল ইসলাম, শের-এ বাংলা এ কে ফজলুল হক, ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ ও ডক্টর কুদরত ই খুদা এই ৫টি হাউসের যে কোন একটির সদস্য হতে হয়। সকল ছাত্র-ছাত্রীকে কলেজ ইউনিফর্মের সাথে নিজ হাউসের নির্ধারিত কালারের হাউস ব্যাজ ধারণ করতে হয়। শিক্ষা কার্যক্রমের ন্যায় খেলাধূলা, সাংস্কৃতিক, সাধারণ জ্ঞান, কুইজ, বিতর্ক, পিটি-প্যারেড প্রভৃতি সহশিক্ষা কার্যক্রমে পয়েন্টের ভিত্তিতে প্রতিবছর এই ৫টি হাউসের মধ্যে থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ হাউস নির্বাচন করা হয়।

Houses Color