Girls Guide Home /Girls Guide Page

Girls Guide (BAFSK)


গার্ল গাইডিং হলো একটি আন্তর্জাতিক, অরাজনৈতিক, শিক্ষা ও সমাজ সেবামূলক যুবা আন্দোলন। স্বাস্থ্য ও চরিত্ৰ গঠনে এবং মানবিক গুণাবলি বিকাশে এবং একজন বালিকা বা কিশোরীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই আন্দোলনের সৃষ্টি।দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মত বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলাতেও গার্লস গাইড রয়েছে । বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ছাত্রীদের নিয়ে গার্লস গার্ডের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে গার্লস গাইডের সদস্য সংখ্যা প্রায় ৫০। কলেজের অভ্যন্তরীণ বিভিন্ন অনুষ্ঠান সুষ্ঠুভাবে উদযাপন করার কাজেগুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।