Fee & Payment Procedure Home /Fee & Payment Procedure Page
১. UCB ব্যাংকেরশাহীন কলেজ বুথে ব্যাংক হিসাব খুলে এর মাধ্যমে অন-লাইন-এ বেতন ফি প্রদানকরবেন।অন-লাইন এ বেতন প্রদান করার ওয়েবঠিকানা https://upmsbaf.ucb.com.bd/
শাহীনকলেজের UCB ব্যাংক বুথে, হিসাব শাখা ও অন-লাইন এ বেতন/ফি প্রদানের সুব্যবস্থা আছে।
২. প্রতি মাসের ০১ হতে ১৫তারিখের মধ্যে জরিমানা ব্যতিত।
৩. প্রতি মাসের ১৬ হতে ২০তারিখ পর্যন্ত ১০.০০টাকা জরিমানাসহ।
৪. প্রতি মাসের ২১ হতে ২৫তারিখ পর্যন্ত ২০.০০টাকা জরিমানাসহ।
৫. প্রতি মাসের ২৬ হতে ৩০তারিখ পর্যন্ত ৩০.০০টাকা জরিমানাসহ।
৬. এক মাস বেতন পরিশোধ না করলে পরবর্তী মাসে ৫০.০০ টাকা জরিমানাসহ দিতে হবে।
৭. দুই মাস বেতন বাকি থাকলেএক মাসের সমপরিমাণ অর্থ পুন:ভর্তি ফি হিসেবে দিতে হবে, অন্যথায় নাম কাটাযাবে।
৮. প্রতি মাসের শেষ কার্যদিবসে বেতন/ফি নেওয়ার কার্যক্রম বন্ধ থাকবে।
৯. জরিমানার পরিমান নির্ধারিতসময়ে স্বয়ংক্রিয়ভাবে শিক্ষার্থীর হিসাবে যোগ হবে।