Social Welfare Club Home /SWC page

BAF Shaheen College Kurmitola Social Welfare Club is an organization focused on involving students in social service activities. The club oftenorganizes events aimed at supporting underprivileged communities, such as charity, health camps, educational aid programs, and awareness campaigns. Through these activities, the club fosters students' sense of responsibility and community engagement, allowing them to gain experience in teamwork, leadership, and empathy.


বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা সামাজিক কল্যাণ ক্লাব একটি সংগঠন যা শিক্ষার্থীদের সামাজিক সেবামূলক কার্যক্রমে যুক্ত করতে কাজ করে। ক্লাবটি প্রায়ই অনগ্রসর জনগোষ্ঠীর সহায়তায় বিভিন্ন ইভেন্ট আয়োজন করে, যেমন দাতব্য কার্যক্রম, স্বাস্থ্য শিবির, শিক্ষামূলক সহায়তা প্রোগ্রাম, এবং সচেতনতা প্রচারাভিযান। এই কার্যক্রমগুলোর মাধ্যমে ক্লাবটি শিক্ষার্থীদের দায়িত্ববোধ ও সমাজের প্রতি মনোভাব গড়ে তোলে, যেখানে তারা দলগত কাজ, নেতৃত্ব এবং সহানুভূতির অভিজ্ঞতা লাভ করে।