logo-image
Science club – B A F SHAHEEN COLLEGE KURMITOLA

Science club


বিজ্ঞান শিক্ষাকে ছাত্র-ছাত্রীদের মাঝে অধিকতর আগ্রহ সৃষ্টি করা, বিজ্ঞানভীতি দূর করা, নিত্যনতুন বিজ্ঞানমূলক সৃজনশীলতা ও শিল্পকর্ম তৈরিতে উৎসাহ প্রদান এবং বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার লক্ষ্যে গঠন করা হয় বিজ্ঞান ক্লাব, বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা। আমাদের তরুন শাহীনরা বিজ্ঞান বিষয়ক সৃজনশীল কাজে দেশে ও বিদেশে বিশেষভাবে অবদান রাখছে। জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় গৌরবময় সফলতা রয়েছে । বিজ্ঞান ক্লাবের বর্তমান সদস্য সংখ্যা প্রায় ১০০ জন।