লেখাপড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধুলা জন্য রয়েছে সুবিশাল মাঠ। মানসিক উন্নয়নের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকে খেলাধুলা ও আনন্দময় পরিবেশের সংস্পর্শে বেড়ে উঠলে শিশুর মন হয় উচ্ছল ও আনন্দমুখর। মনের সতেজতা ও প্রাণময়তা বৃদ্ধিতে খেলাধুলার ভূমিকা গুরুত্বপূর্ণ । তাই দেখা যায় শিশুদেরকে পুতুল খেলতে না দিয়ে যদি বয়স্কদের জগতে আবদ্ধ করে রাখা হয় তবে তাদের মানসিক বিকাশ হয় না। বরং তারা অভিমানী অস্থির ,বদমেজাজি হয়।সুস্থ মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা কে সামনে রেখে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা প্রতি বছর বিভিন্ন খেলাধুলার আয়োজন করে। আমাদের রয়েছে ফুটবল, ক্রিকেট ও হকি টীম। যার ফলে ছাত্রছাত্রীরা দেশে ও বিদেশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে।