logo-image
ISSB – B A F SHAHEEN COLLEGE KURMITOLA

ISSB

ISSB


দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে নিয়োজিত সামরিক বাহিনীর সহযোগী দ্বিতীয় সারির প্রতিরক্ষা বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৯৭৯ সালে নতুন রূপে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি দেশের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ, জাতীয় ও আর্ন্তজাতিক অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে পুলিশ বাহিনীকে সহায়তা করা প্রভৃতি কাজে এই কোরের যথেষ্ট সুখ্যাতি রয়েছে। এই কোরের সকল ক্যাডেটরা স্বেচ্ছাসেবারভিত্তিতে বিনা খরচে সামরিক বাহিনীর প্রাথমিক প্রশিক্ষণ লাভ করতে পারে। শ্রেষ্ঠ ক্যাডেটরা দেশের বিভিন্ন স্থানে, এমনকি রাষ্ট্রীয়ভাবে বিশ্বের বিভিন্ন দেশে সফর করে থাকে। দক্ষ ও যোগ্য ক্যাডেটদের মধ্য থেকে বিশেষ বাছাইয়ের মাধ্যমে সামরিক বাহিনীতে অফিসার হিসেবে ভর্তির সুযোগ রয়েছে। বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলায় ৭ম, ৯ম ও একাদশ শ্রেণিতে ছাত্র-ছাত্রীদের বিএনসিসির এয়ার ইউনিট ক্যাডেট হিসেবে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। বর্তমানে বিএনসিসি ফ্লাইটের কর্মকর্তা হলেন জীববিদ্যার সহকারী অধ্যাপক ফ্লাইট লেফটেন্যান্ট জনাব মমতাজ বেগম এবং ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক ফ্লাইং অফিসার জনাব নুরে আলম ফেরদাউস।