B A F Shaheen College Kurmitola
Dhaka Cantonment Dhaka, EIIN-107859

সহ - পাঠক্রম সংক্রান্ত কার্যক্রম

BNCC


দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে নিয়োজিত সামরিক বাহিনীর সহযোগী দ্বিতীয় সারির প্রতিরক্ষা বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৯৭৯ সালে নতুন রূপে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি দেশের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ, জাতীয় ও আর্ন্তজাতিক অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে পুলিশ বাহিনীকে সহায়তা করা প্রভৃতি কাজে এই কোরের যথেষ্ট সুখ্যাতি রয়েছে। এই কোরের সকল ক্যাডেটরা স্বেচ্ছাসেবারভিত্তিতে বিনা খরচে সামরিক বাহিনীর প্রাথমিক প্রশিক্ষণ লাভ করতে পারে। শ্রেষ্ঠ ক্যাডেটরা দেশের বিভিন্ন স্থানে, এমনকি রাষ্ট্রীয়ভাবে বিশ্বের বিভিন্ন দেশে সফর করে থাকে। দক্ষ ও যোগ্য ক্যাডেটদের মধ্য থেকে বিশেষ বাছাইয়ের মাধ্যমে সামরিক বাহিনীতে অফিসার হিসেবে ভর্তির সুযোগ রয়েছে। বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলায় ৭ম, ৯ম ও একাদশ শ্রেণিতে ছাত্র-ছাত্রীদের বিএনসিসির এয়ার ইউনিট ক্যাডেট হিসেবে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে।

 

Air Scout


১৯৭৭ সালে বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয় এয়ার স্কাউট। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠিত এয়ার স্কাউটের প্রধান কাজের মধ্যে সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে শৃঙ্খলা রক্ষার কাজে সহায়তা প্রদান করা এবং জাতীয় ও আর্ন্তজাতিক দিবসের তাৎপর্য ও গুরুত্ব প্রচারে র‌্যালীতে অংশগ্রহণ করা, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করা প্রভৃতি উল্লেখযোগ্য। বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলার ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে এয়ার স্কাউটের ৪টি ইউনিটের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে এইসব ইউনিটের সদস্য সংখ্যা প্রায় ১৫০। কলেজের অভ্যন্তরীণ বিভিন্ন অনুষ্ঠান এবং জাতীয় ও আর্ন্তজাতিক বিভিন্ন দিবস সুষ্ঠুভাবে উদযাপন করার কাজে এই ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

College Magazine


সাহিত্য-সংস্কৃতি চর্চাকে সমৃদ্ধশালী ও সমুন্নত করতে প্রতিবছরই বিএএফ শাহীন কলেজকুর্মিটোলা প্রকাশ করছে কলেজ বার্ষিকী ‘প্রবাহ’। কলেজের শিশু শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক শ্রেণির ছাত্র-ছাত্রীরা, শিক্ষক-শিক্ষিকারা গল্প, কবিতা, প্রবন্ধ, চিত্রাংকন, বাস্তব অভিজ্ঞতা, ভ্রমণকাহিনী প্রভৃতি বিষয়ক লেখা দিয়ে সমৃদ্ধ করে কলেজ বার্ষিকী প্রবাহকে। এছাড়া বার্ষিকীতে কলেজের বার্ষিক কর্মসূচি ও গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড, শিক্ষা ওসহশিক্ষা কার্যক্রম, ফলাফল ও গৌরবময় অর্জন, শ্রেণিভিত্তিক শিক্ষার্থীদের ছবি প্রভৃতি সচিত্র আকারে প্রকাশিত হয়। ২০১২ সালের প্রকাশিতব্য কলেজ বার্ষিকী ‘প্রবাহ’ বর্তমানে মুদ্রণের অপেক্ষায় রয়েছে।

 

House Activities


কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকার মধ্যে একতা ও সম্প্রীতি তৈরি করা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে দলবদ্ধভাবে উন্নতিসাধন, সহজে ও নির্ভুলভাবে কর্ম সম্পাদনের প্রচেষ্টা, সকল কাজে গতিশীলতা ও সুষ্ঠু প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করা এবং পড়াশুনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে ছাত্র-ছাত্রীদের উৎসাহ সৃষ্টি করা প্রভৃতি কাজের লক্ষ্যে কলেজের হাউস কার্যক্রম পরিচালিত হয়। কলেজের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা নবাব সিরাজ উদ দৌলা, কাজী নজরুল ইসলাম, শের-এ বাংলা এ কে ফজলুল হক, ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ ও ডক্টর কুদরত ই খুদা এই ৫টি হাউসের যে কোন একটির সদস্য হতে হয়। সকল ছাত্র-ছাত্রীকে কলেজ ইউনিফর্মের সাথে নিজ হাউসের নির্ধারিত কালারের হাউস ব্যাজ ধারণ করতে হয়। শিক্ষা কার্যক্রমের ন্যায় খেলাধূলা, সাংস্কৃতিক, সাধারণ জ্ঞান, কুইজ, বিতর্ক, পিটি-প্যারেড প্রভৃতি সহশিক্ষা কার্যক্রমে পয়েন্টের ভিত্তিতে প্রতিবছর এই ৫টি হাউসের মধ্যে থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ হাউস নির্বাচন করা হয়।