logo-image
College Magazine – B A F SHAHEEN COLLEGE KURMITOLA

College Magazine


সাহিত্য-সংস্কৃতি চর্চাকে সমৃদ্ধশালী ও সমুন্নত করতে প্রতিবছরই বিএএফ শাহীন কলেজকুর্মিটোলা প্রকাশ করছে কলেজ বার্ষিকী ‘প্রবাহ’। কলেজের শিশু শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক শ্রেণির ছাত্র-ছাত্রীরা, শিক্ষক-শিক্ষিকারা গল্প, কবিতা, প্রবন্ধ, চিত্রাংকন, বাস্তব অভিজ্ঞতা, ভ্রমণকাহিনী প্রভৃতি বিষয়ক লেখা দিয়ে সমৃদ্ধ করে কলেজ বার্ষিকী প্রবাহকে। এছাড়া বার্ষিকীতে কলেজের বার্ষিক কর্মসূচি ও গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড, শিক্ষা ওসহশিক্ষা কার্যক্রম, ফলাফল ও গৌরবময় অর্জন, শ্রেণিভিত্তিক শিক্ষার্থীদের ছবি প্রভৃতি সচিত্র আকারে প্রকাশিত হয়। ২০১২ সালের প্রকাশিতব্য কলেজ বার্ষিকী ‘প্রবাহ’ বর্তমানে মুদ্রণের অপেক্ষায় রয়েছে।